সিলেট: ঈদের ছুটি শেষ হয়েছে রোববার (২৭ সেপ্টেম্বর)। তবুও অনেকটাই ফাঁকা বিভাগীয় নগরী সিলেট।
এদিকে ঈদের তৃতীয় দিনেও সিলেটের সব কয়টি বিনোদনকেন্দ্রে রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভ্রমণপ্রেমীরা রোববার সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ান নগরীর ওসমানী শিশু উদ্যান, ড্রিমল্যান্ড, টিলাগড় ইকো পার্ক, অ্যাডভেঞ্জার ওয়ার্ল্ডের মতো বিনোদন কেন্দ্রগুলোতে।
আবার অনেকেই ছুটে গেছেন প্রকৃতি কন্যা জাফলং, সুউচ্চ জলপ্রপাত মাধবকুণ্ড, জলারবন রাতারগুল, পান্তুমাই, বিছনাকান্দি, উৎমাছড়া, লোভাছড়া কিংবা স্বচ্ছ পানির লালাখালে।
![](files/September2015/September27/sylhet_Binodhon1_368411685.jpg)
এছাড়া বিকেলে নগরীর কাজিরবাজারে সুরমা নদীর ওপর নবনির্মিত দৃষ্টিনন্দন কাজির বাজার সেতু, সুরমা তীরের ক্বীনব্রিজ এবং শহরতলীর চা বাগানগুলোতেও দেখা গেছে মানুষের ঢল।
বিনোদনকেন্দ্রগুলোতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসা শিশু-কিশোররা বাঁধভাঙা আনন্দে মেতেছেন। আর তাদের বিনোদন ছুঁয়েছে বড়দেরও। তাইতো শিশুদের সঙ্গে নিয়ে আনন্দে মেতে উঠেছেন অভিভাবকরাও।
এদিকে সিলেটের স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এখানে বেড়াতে এসেছেন অনেক পর্যটক, সাধারণ মানুষ। বরাবরের মতো এসব পর্যটকরা এবারও ঘুরে বেড়াচ্ছেন সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে।
এছাড়া বাংলাদেশের কোলঘেঁষে প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের কোলে বাংলাদেশ পানে নেমে আসা অপরূপ ঝরনাধারার পানতুমাই, অনেকটা লোকচক্ষুর আড়ালে থাকা কানাইঘাট উপজেলার প্রাকৃতিক নৈসর্গের আরেক রূপ লোভাছড়া এবং বাংলাদেশের একমাত্র জলারবন গোয়াইঘাটের রাতারগুলেও ঢল নেমেছে পর্যটকের। আবহাওয়া অনুকূল থাকায় সব পর্যটনকেন্দ্রই মুখর ভ্রমণপিপাসুদের আনাগোনায়।
বেড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব পর্যটকরা সিলেটে হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.)’র মাজারও জিয়ারত করতে ভুলছেন না।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএএন/আইএ