ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



তিন দিনের মেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প, একটি বাড়ি একটি খামার, শিক্ষা সহায়তাসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি জাকির হোসেন বাবুল বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।