ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত ইকবাল আহমদ

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদালতে দায়ের করা একটি ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত (অভিযোগপত্রে) আাসমি হওয়ায় তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করে।

 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’র উপজেলায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি জকিগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আহমদ।

স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতা সুন্দর আলীর দায়ের করা এ মামলার চার্জশিট  সম্প্রতি গ্রহণ করেন আদালত।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বাংলানিউজকে বলেন, ‘এ সংক্রান্ত চিঠি রোববার আমার হাতে এসে পৌঁছেছে। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।