কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় মাইক্রোবাস চাপায় আজিজুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আজিজুল জেলার পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এলাকার আলী আক্কাসের ছেলে। আহতদের কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে সিএনজি চালিত একটি অটোরিকশা কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ায় যাচ্ছিল। পথে পুলেরঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। আহত হন ৪ যাত্রী।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আনিসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/পিসি