ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ধুনটে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামে পুকুরে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

অমেলা বিবি (৯০) নামে ওই বৃদ্ধা রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পুকুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।



অমেলা বিবি পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের মৃত হেকমত আলীর স্ত্রী। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার জানিয়েছে।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ নিহতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, অমেলা বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছিলেন। এছাড়া বার্ধক্যজনিত কারণে বুদ্ধি প্রতিবন্ধীর মতো আচার-আচারণ করতেন।

তিনি জানান, বিকেলে অমেলা বিবি বাড়ির পাশে পুকুর পাড় দিয়ে হাঁটাছিলেন। এ সময় অসুস্থ হয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।