ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বন্যায় দেড় কোটি টাকার ক্ষতি ৭৪ বিদ্যালয়ে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বন্যায় দেড় কোটি টাকার ক্ষতি ৭৪ বিদ্যালয়ে

সারিয়াকান্দি (বগুড়া): বন্যায় বগুড়ার সারিয়াকান্দির ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যমুনা ও বাঙালি নদীর প্লাবনে চরাঞ্চলসহ ৭৪টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে।

বিলীন হওয়া বিদ্যালয়গুলো হচ্ছে- চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়,কেষ্টিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরচন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান বাংলানিউজকে জানান, ৭৪টি বিদ্যালয়ে ৩০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।