খুলনা: গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনা মহানগরীর জিন্নাহপাড়ার খোকন শিকদারসহ তার পরিবারের নিহত ৬ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর মহানগরীর জিন্নাহপাড়ায় নামাজে জানাজা শেষে সন্ধ্যায় হাজি আব্দুল মালেক কবরস্থানে তাদের দাফন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদরে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ছয়জন ও অটোরিকশা চালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো চার জন।
নিহতরা হলেন- শান্তি কুঞ্জের মালিক খোকন শিকদার (৪৫), তার মা কাতেবুন্নেসা (৭০), স্ত্রী চায়না বেগম (৩৫), মেয়ে চাঁদনী (৯), এ্যানি (১৬), ভাতিজা সাকিব সিকদার (২৮) ও অটোরিকশা চালক স্বপন সরদার (৩৫)।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনিসহ স্থানীয় লোকজন।
এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন সিটি মেয়র। তিনি খোকন শিকদারসহ তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমআরএম/বিএস
** ডুকরে কাঁদছে শান্তি কুঞ্জ...
** গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭