ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে ইছামতি bদীতে হয়ে গেলো নৌকা বাইচ প্রতিযোগিতা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নদীর দুই তীরে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দু’টি নৌকা ড্র করে। এতে আয়োজকরা দুই নৌকার মালিককে প্রথম স্থান অর্জনের পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।
আওয়ামী লীগ নেতা হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকছুদুল আলম বাসু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, এমপি’র মেয়ে ডা. ফারজানা দিবা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
সেখানে বক্তব্য রাখেন- ধুনট উপজেলঅ আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আওয়াল, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিয়ষক সম্পাদক জিএম ফেরদৌস পাশা, সদস্য হায়দার আলী, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, সাংগঠনিক সম্পাদক শাহা আলম, আহসানুল হক বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, আ.লীগ নেতা মিঠু, ডা. হাসান আলী ও শাহজাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/পিসি