ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আশুলিয়ায় বাস চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় সুরেশ চাকমা (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কে আশুলিয়া থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকা থেকে রিকশায় চড়ে বাইপাইল যাচ্ছিলেন সুরেশ চাকমা। এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুরেশ মারা যান।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।