হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ কামরুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব) এর সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়।
কামরুল ইসলাম হাকিমপুর উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সন্ধ্যায় হিলি সীমান্তের চুড়িপট্টি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় কামরুলের পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে পিস্তলের ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার ও তাকে আটক করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএম