ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
রাজশাহীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার বড় ছয়ঘটি গ্রামের ফাঁকা পুলিশ বক্সে বাক প্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে রাত সাড়ে ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে  থানায় কোনো মামলা হয়নি।

বাঘা-লালপুর সড়কের পাশে থাকা ওই পুলিশ বক্সে দিনে কোনো পুলিশ সদস্য থাকেন না।

ঘটনার পরে মেয়ের মা বিষয়টি নিয়ে বাজুবাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপাতি ফজলুর রহমানের কাছে অভিযোগ করেছেন।

চেয়ারম্যান বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে থানায় অভিযোগ পাঠানো হবে।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ছয়ঘটি গ্রামের এক বাকপ্রতিবন্ধী তরুণী সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের বাঘা-লালপুর সড়কের পুলিশ বক্সের পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় গ্রামের মজিবুর রহমানের ছেলে অনিক (২৫) তাকে জোর করে পুলিশ বক্সের ভেতরে নিয়ে ধর্ষণ করে। বাক প্রতিবন্ধী হওয়ার কারণে ওই তরুণী চিৎকার করতে পারেননি।

তবে দূর থেকে কয়েকজন মেয়েটিকে জোর করে পুলিশ বক্সে ঢোকাতে দেখেন। কিছুক্ষণ পর তারা স্থানীয় লোকজন ডেকে ঘটনাস্থলে এলে অনিক পালিয়ে যায়।

ঘটনার পরে মেয়ের মা বিষয়টি নিয়ে বাজুবাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপাতি ফজলুর রহমানের কাছে অভিযোগ করেন। তারা রাতে বসে বিষয়টি তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে তিনি বাড়ি ফিরে যান।

ইউপি চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন বলেন, মেয়েটির মা ও ভাই তার কাছে অভিযোগ করেছেন। ধর্ষণের ঘটনা সালিসযোগ্য নয়। তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা জানতে বলা হয়েছে। সত্যি হলে থানায় যাবেন বলে জানান তিনি।

এদিকে, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান বলেন, ঘটনা সত্য। এর উপযুক্ত সাক্ষ্য প্রমাণ রয়েছে। তবে পরিবারের লোকজন মামলার চেয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংশায় বেশি আগ্রহী। তাই চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। এছাড়া পুলিশ বক্সে দিনের বেলায় পুলিশ থাকে না। রাতে সড়কে টহল দেওয়ার জন্য সেখানে পুলিশ থাকে। দিনে আবার চলে আসে।

তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।