ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

চাঁদপুর: চাঁদপুরে ডাকাতিয়া নদীতে শাহ্ আলী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে ২ যাত্রী নিখোঁজ হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-চাঁদপুরের মধ্যে চলাচলকারী এমভি শাহ্ আলী লঞ্চটি ডাকাতিয়া নদীতে প্রবেশ করার সময় ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।



নৌকা থেকে উদ্ধার হওয়া যাত্রী রাসেল ও আয়শা জানান, চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ১০ যাত্রী লগ্গীমারার চর এলাকায় ঘুরে পুনরায় শহরে যাচ্ছিলেন। এ সময় লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে সবাই পানিতে ডুবে যায়। পাশে থাকা অন্য একটি নৌকায় এসে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও এক নারী ও শিশুকে উদ্ধার করতে পারেনি। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, নৌকা ডুবির ঘটনা জানতে পেরেছি, কিন্তু কোনো হতাহতের খবর পাইনি।

চাঁদপুর বিআইডাব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তিনি নৌ-টার্মিনালে ব্যস্ত ছিলেন। এই ধরনের কোনো ঘটনার খবর তাঁর জানা নেই।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।