ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০ ছবি : প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাহেব আলী (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।



রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী গাজীপুর মৌচাক এলাকার আবু বক্করের ছেলে।

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিলেটে মাজার জিয়ারত শেষে ৩০ জন যাত্রী নিয়ে একটি মিনিবাস গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসযাত্রী সাহেব আলী ঘটনাস্থলেই মারা যান ও ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।