ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ১৪ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভোলায় ১৪ জেলের জরিমানা ছবি: প্রতীকী

ভোলা: ইলিশ ধরার দায়ে ভোলায় ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সাতটি ট্রলার, ১৭৫ কেজি ইলিশ ও এক লাখ ৬৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।


 
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের কর্মকর্তারা এ অভিযান চালায়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে জরিমানা করা হয়।

মৎস্য অফিস জানায়, চরফ্যাশনে চার জেলেকে চার হাজার টাকা, বোরহানউদ্দিনে চার জেলেকে আট হাজার ও ভোলা সদরে চার জেলেকে চার হাজার টাকার জরিমানা করা হয়। ওইসব এলাকা থেকে ১৭৫ কেজি ইলিশ ও এক লাখ সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অপরদিকে, কোস্টগার্ডের পৃথক দু’টি অভিযানে লালমোহনে দুই জেলেকে আটক করা হয়। এছাড়াও ভোলা সদরের মেঘনা থেকে ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক ও কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।