মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ৩০ কেজি মা ইলিশ, দেড় লাখ মিটার কারেন্ট জাল ও কুনা জালসহ চারজনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে চার জেলে, ইলিশ ও বিপুল পরিমাণে জাল জব্দ করেন।
জব্দ করা ইলিশ মাছের পরিমাণ ৩০ কেজি এবং কারেন্ট জাল এক লাখ ২০ হাজার মিটার ও কুনা জাল ৩০ হাজার মিটার। জব্দ করা ইলিশ মাছ ও জালের মূল্য ৬০ লাখ ১৫ হাজার টাকা।
কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার হাসানুর রহমান বাংলানিউজকে জানান, রোববার সকালে গজারিয়ার মেঘনা নদীতে মা ইলিশ ধরার সময় হাতেনাতে মো. সেলিম (২৫), মো. সাখাওয়াত (২৩), মো. বিল্লাল (২৭) ও মো. আহম্মদ আলীকে (৩৩) আটক করা হয়। তাদের বাড়ি জেলা সদর ও গজারিয়া উপজেলায়।
পরে দুপুরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চার জেলেকে জনপ্রতি দুই হাজার টাকা জরিমানা এবং জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এছাড়া আটক মা ইলিশ গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ