হিলি(দিনাজপুর): হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুরে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
সোমবার(২৮ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।
এরা হলেন-হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের নুর হোসেনের ছেলে পল্লব হোসেন (২৪) ও এলাকার সেকেন্দার আলীর ছেলে সাইদুল ইসলাম (২৭)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, ভোরে বিজিবির টহল দল সীমান্তের মধ্যবাসুদেবপুর পাকা রাস্তা থেকে ওই দুই যুবককে আটক করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ১৯ বোতল ফেনডিডিল উদ্ধার করা হয়। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি/