পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় অটোরিকাশার ধাক্কায় পায়েল আক্তার সুমি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পায়েল ওই এলাকার মৃত বাবুল হোসেনের মেয়ে এবং আমতলা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পায়েলের নানা সামসুল আলম বাংলানিউজকে জানান, বিকেলে পায়েল তাঁর নানীর সঙ্গে রাস্তা হতে গেলে একটি অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জু আহাম্মেদ বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ