ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় চাচার দায়ের কোপে ভাতিজা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
তেঁতুলিয়ায় চাচার দায়ের কোপে ভাতিজা আহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাচা আশরাফুল ইসলামের (৩২) দায়ের কোপে তার ভাতিজা আরিফুল ইসলাম (১৬) আহত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় এ ঘটনা ঘটে।

আরিফুল ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহত আরিফুলের মা আরজু বেগম বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর ফেরত চাচা আশরাফুল ঘরে ঢুকে আরিফুলকে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। ৬ মাস আগে আশরাফুল সিঙ্গাপুর যাওয়ার আগে তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত আরিফুলকে পঞ্চগড় সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব উল আলম তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
 
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।