ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সাফারি পার্কে নারী কর্মচারী লাঞ্ছিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
গাজীপুরে সাফারি পার্কে নারী কর্মচারী লাঞ্ছিত

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন মেরিন অ্যাকুরিয়াম কাউন্টারের এক নারী টিকিটম্যান।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


 
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য জানান, বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী এলাকা থেকে ৫ জন নারী ও ২ জন পুরুষ দর্শনার্থী বেড়াতে আসেন। তারা পার্কের মেরিন অ্যাকুরিয়ামে ঢুকতে গেলে টিকিট সরবরাহের দায়িত্বে থাকা কুলসুম আক্তার টিকিট দেখাতে বলেন। এ সময় দর্শনার্থীরা টিকিট না দেখিয়ে কুলসুমের উপর চড়াও হন।

পরে পার্ক কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওই দর্শনার্থীরা আন্তরিক দুঃখপ্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।