সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার ছাতকে ইভটিজিংয়ের অভিযোগে আবু তাহের (২০) ও শুকুর আলী (২০) নামে দুই যুবককে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুজ্জামান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল আবু তাহের ও শুকুর আলী।
রোববার ওই ছাত্রী স্কুলে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষের খবর পেয়ে ছাতক থানা পুলিশ বখাটে যুবকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ