ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
রাজবাড়ীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে আব্দুল জব্বার (৪৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হন।



রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালুখালীর দেওলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার (৪৭) কালুখালী মৃগী ইউনিয়নের মৃত সাকেন মোল্লার ছেলে।

আহতরা হলেন- আব্দুল জব্বারের মা  হামিদা বেগম (৭০), মোকসেদ মোল্লার ছেলে মুশা মোল্লা (৪৮), জলিল মোল্লা (৪৫), জলিল মোল্লার ছেলে হাবিব মোল্লা (২২), মেয়ে আশা খাতুন (২০)। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মুশা মোল্লা ও  হাবিব মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত জব্বারের ভাই আজাদ মোল্লা বাংলানিউজকে বলেন, গত শনিবার জলিল মোল্লার মেহেদি গাছ থেকে স্থানীয় খোরশেদ মোল্লার নাতি হৃদয় বেশ কিছু ডাল কাটে। এ বিষয়ে হৃদয়ের নানা খোরশেদ মোল্লা ও তার ভাই সফর আলীকে জানালে তারা বিচার না করে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে ৫/৭ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায়। এ সময় আব্দুল জব্বার ঘাড়ে কোপ লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত গুরুতর আহত হন ৫ জন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের আকরাম উদ্দীন মোল্লার ছেলে খোরশেদ মোল্লা (৫৮), ছেলে আরজু মোল্লা (৩২), মেয়ে রোজিনা বেগম (২৫), রোজিনার স্বামী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কেসমত বিশ্বাসের ছেলে এরশাদ বিশ্বাস (৩০)।
 
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫/আপডেট ১২৩১ ঘণ্টা
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।