ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ২৮ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ভোলায় ২৮ জেলের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ইলিশ শিকারের দায়ে ভোলায় ২৮ জেলেকে এক বছরের কারাদণ্ড ও ৩ জনের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৮ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ জেল-জরিমানা করেন।



ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বাংলানিউজকে জানান, ইলিশ রক্ষায় রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি যৌথ টিম মেঘনায় অভিযানে নামে।

নদীর ইলিশা, মাঝের চর, গাজীপুর চর ও কাঠিরমাথা এলাকা থেকে ৪টি বোটসহ ৩১ জেলেকে আটক করে। এছাড়াও ৫০ কেজি ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ২৮ জনের এক বছর করে জেল ও ৩ জনের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত জাল মেঘনা তীরে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।