ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ফায়ারিং প্রতিযোগিতায় বিজিবির ১৪ সদস্য ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ফায়ারিং প্রতিযোগিতায় বিজিবির ১৪ সদস্য ভারতে

ঢাকা: ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র এক অফিসারের নেতৃত্বে ১৪ জন সদস্য ভারত পৌঁছেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের চেংরাবান্ধা আইসিপি হয়ে সড়ক পথে তারা ভারতে পৌঁছান।



বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।

তিনি জানান, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন অফিসারের নেতৃত্বে একজন জেসিও এবং অন্যান্য পদবীর ১২ জনসহ মোট ১৪ জন বিজিবি সদস্য সকালে সড়কপথে চেংরাবান্ধা আইসিপি দিয়ে ভারত পৌঁছেছে।

প্রতিযোগিতায় নেতৃত্বে দিচ্ছেন মেজর নুরউদ্দিন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনএইচএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।