ঢাকা: ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র এক অফিসারের নেতৃত্বে ১৪ জন সদস্য ভারত পৌঁছেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের চেংরাবান্ধা আইসিপি হয়ে সড়ক পথে তারা ভারতে পৌঁছান।
বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিজিবি-বিএসএফ ফায়ারিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন অফিসারের নেতৃত্বে একজন জেসিও এবং অন্যান্য পদবীর ১২ জনসহ মোট ১৪ জন বিজিবি সদস্য সকালে সড়কপথে চেংরাবান্ধা আইসিপি দিয়ে ভারত পৌঁছেছে।
প্রতিযোগিতায় নেতৃত্বে দিচ্ছেন মেজর নুরউদ্দিন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনএইচএফ/জেডএস