ঝিনাইদহ: ঝিনাইদহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনডিসি বশির আহম্মেদ।
আলোচনা সভার আগে সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি