বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার জোগাড়পাড়ার আজাদ পালস অ্যান্ড পেপার মিলের বর্জ্য পরিস্কার করতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার ঝিনাই গ্রামের মাজেদ আলীর ছেলে হিরা (১৮), জোগাড়পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আদর (৩০) ও শিবগঞ্জ উপজেলার কুড়াহাড় মণ্ডলপাড়া গ্রামের এজার উদ্দিনের ছেলে শাহাদৎ হোসেন (২৪)।
সোমবার (২৮ সেপ্টেম্ব) বেলা পৌনে ১২টার দিকে পেপার মিলটিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
আজাদ পালস অ্যান্ড পেপার মিলের ব্যবস্থাপক রাজু বাংলানিউজকে জানান, ঈদের ছুটি শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রমিকরা পেপার মিলে কাজে যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে একজন শ্রমিক পেপার মিলের বর্জ্য পরিস্কার করার জন্য ট্যাঙ্কের ভেতরে নামেন।
এক পর্যায়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারে আরও দু’জন শ্রমিক ট্যাঙ্কটিতে নামেন। একইভাবে তারাও অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি মিলের অন্য শ্রমিকরা জানতে পেরে দ্রুত তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
আজাদ পালস অ্যান্ড পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে জানান, এটি একটি দুর্ঘটনা। নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপযুক্ত সহযোগিতা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমবিএইচ/জেডএস