ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে সাভারে শুরু উন্নয়ন মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বর্ণাঢ্য আয়োজনে সাভারে শুরু উন্নয়ন মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা চত্বর থেকে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার উপস্থিতিতে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।

ৠালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ৠালি শেষে ঢাকা জেলা প্রশাসক উপজেলা চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

এ সময় সাভার উপজেলা অডিটোরিয়ামে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব একেএম আমিনুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার অবদান রাখায় এবং বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএইচএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।