সাভার (ঢাকা): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা চত্বর থেকে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার উপস্থিতিতে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।
ৠালি শেষে ঢাকা জেলা প্রশাসক উপজেলা চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
এ সময় সাভার উপজেলা অডিটোরিয়ামে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব একেএম আমিনুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার অবদান রাখায় এবং বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএইচএন/জেডএস