ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

নীলফামারী(সৈয়দপুর): নীলফামারীতে ৮৫ পিস ইয়াবাসহ শাকিল ওরফে বড়কা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিচালীহাটি দুর্গামিল ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়।

বড়কা শহরের দুর্গামিল বিহারী ক্যাম্পের বাসিন্দা ফুল মিয়ার ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বড়কাকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।