ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি (দিনাজপুর): ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।



এদিকে, টানা পাঁচ দিন বন্ধের পর সোমবার থেকে কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।