সিলেট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপন করেছে সিলেট মহানগর ছাত্রলীগ-যুবলীগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
যুবলীগের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, আহবায়ক কমিটির সদস্য সুবেদুর রহমান মুন্না, রিমাদ আহমদ রুবেল, আনিসুর রহমান তিতাস, সুলতান আলী মনসুর, আব্দুর রব সায়েম, ইমামুর রহমান লিটন, ইকবাল হোসেন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন প্রমুখ।
এদিকে, নগরীর সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে মহানগর ছাত্রলীগ। এসময় জন্মদিনের স্লোগানে মুখরিত করে তোলেন তারা।
সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় অনুষ্ঠানে কেক কাটেন কাটেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ, সাবেক সহ-সভাপতি শেখ আবুল হাসনাত বুলবুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাদত খান দবীরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনইউ/বিএস