ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ছ‍ুটি শেষে ফিরছে মানুষ, বাড়ছে ব্যস্ততা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ছ‍ুটি শেষে ফিরছে মানুষ, বাড়ছে ব্যস্ততা ছবি: ফাইল ফটো

সিলেট: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ফিরতে শুরু করেছে মানুষ।

অফিস আদালত খুললেও রোববার সিলেট নগরীতে ছিল না ব্যস্ততার ছাপ।



তবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে অফিস-আদালত ও ব্যাংক পাড়া।

সকাল থেকে রাস্তা-ঘাটেও যানবাহনের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। অফিস-আদালতের পাশাপাশি নগরীর বন্ধ দোকানপাটও খুলতে শুরু করেছে।

এর মধ্যে বেসরকারি ব্যাংক ও এনজিওগুলোর চিত্র ছিল আলাদা।

নগরীর লালদিঘীর এলাকার আল-আরাফাহ ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, অনেকেই  ঈদের ছুটির সঙ্গে একদিন বেশি ছুটি নিয়েছিলেন। তাই প্রথম দিনে অফিসে জনবল কম ছিল। তাছাড়া গ্রাহক কম আসায় লেনদেনও কম হয়েছে।

তবে সোমবার থেকে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি বেড়েছে। বেড়েছে সেবা গ্রহীতার সংখ্যাও, যোগ করেন তিনি।

এ প্রসঙ্গে সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঈদুল আজহার ছুটি শেষে যথারীতি কাজ শুরু হয়েছে। কর্মকর্তা-কর্মচারী সবাই যথা সময়ে উপস্থিত হয়েছেন, কারণ ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট সদর, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় এবং ৯ অক্টোবর সিটি করপোরেশন এলাকায় ভোটার নিবন্ধন কাজ শুরু হতে যাচ্ছে।

একই কথা জানান, সিলেট সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব। তিনি বলেন, ঈদের ছুটি কাটিয়ে কর্মকর্তা-কর্মচারীরা আসতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।