ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মোবাইল ফোনের জন্য কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
নেত্রকোনায় মোবাইল ফোনের জন্য কৃষক খুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার গাবরাগাতি গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।


 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোহাম্মদ আলীর ছেলে রিপন মিয়া (৩৫) ও নূর মিয়ার ছেলে গণি মিয়া (২৫)।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাবরাগাতি গ্রামের বাসিন্দা বকুল মিয়ার কিছুদিন আগে মোবাইল ফোন চুরি হয়। এ নিয়ে তার প্রতিবেশী কৃষক মোহাম্মদ আলীকে সন্দেহ করেন বকুল।

সোমবার দুপুরে মোবাইল চোর দাবি করে বকুল তার লোকজন নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় বকুলের লোকজনের মারধরে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।