বগুড়া: বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
২০২১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে স্থানীয় জেলা প্রশাসন।
এদিকে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের জিলা স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
এছাড়া বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমবিএইচ/এমএ