ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে দুইটি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
কিশোরগঞ্জে দুইটি পিস্তলসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকার একটি বাসা থেকে দুইটি বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তলসহ ওয়াজি উদ্দিন সাতু (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।



সাতু হোসেনপুর উপজেলার রামপুর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগুয়া এলাকায় অভিযান চালিয়ে সাতুকে আটক করে পুলিশ। এসময় তার কাছে পাওয়া দুইটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।