ভোলা: মেঘনা নদীর ভোলা সদর উপজেলার তেমাথা পয়েন্ট থেকে শামিম (২৪) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণ কুমিল্লা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়ার আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ জানান, সকালে মেঘনায় মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, শামিম চারদিন ধরে নিখোঁজ ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই