ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

মক্কায় ৪৫ দিন অবস্থান করবে বাংলাদেশ মিশন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
মক্কায় ৪৫ দিন অবস্থান করবে বাংলাদেশ মিশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মিনায় পদদলিতের ঘটনায় হতাহত ও নিখোঁজ বাংলাদেশি হাজিদের খোঁজখবর নিতে জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ৪৫ দিন মক্কায় অবস্থান করবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।



তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এতে তিনি জানান, হাজিদের খোঁজখবর নিতে বাংলাদেশ থেকে যাওয়া মেডিকেল টিম ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষকে মক্কায় ৪৫ দিন অবস্থান করতে হবে।

চিঠিতে রাষ্ট্রদূত এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বলেও জানান যুগ্ম সচিব।

তিনি বলেন, শুধুমাত্র হজ অনুষ্ঠানের সময়ই সৌদিতে নিযুক্ত কূটনীতিকরা মক্কায় অবস্থান করতে পারেন। এরপর সেখানে অবস্থান করতে হলে সরকারি পর্যায়ে অনুমোদনের প্রয়োজন হয়।

বাংলাদেশ কর্তৃপক্ষের মক্কা অবস্থানের সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে শুরু জানিয়ে ডা. মো. বোরহান উদ্দিন বলেন, এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হওয়ার তথ্যই রয়েছে আমাদের কাছে। তাদের মধ্যে ১৩ জনের পরিচয় মিলেছে। ৫২ জন এখনও নিখোঁজ।

তিনি বলেন, সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে সেখানে কাজ করছি আমরা। হাজিদের ব্যাপারে আমাদের কোনো গাফিলতি নেই। এটা তো শুধু ধর্ম মন্ত্রণালয়ের একার কাজ নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করছি আমরা।

হাজিদের ফিরতে দেরি হচ্ছে কেন, এমন এক প্রশ্নের জবাবে যুগ্ম-সচিব বলেন, হজের পর প্রতি বছরই হাজিদের ফিরতে একটু দেরি হয়। তার মধ্যে এবার এতো বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়াও দেরির একটা কারণ। অনেকেই স্বজন ও পরিচিতজনতের খোঁজ খবর করছেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএম/এসএস/আরএইচ/এএসঅার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।