ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

যাচ্ছে কম, আসছে বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
যাচ্ছে কম, আসছে বেশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে আরও দুই দিন আগে। ঈদ শেষে এখন সব যানবাহনে রাজধানীমুখী মানুষের ভিড়।

গাবতলী বাস টার্মিনালে এখন ঢাকা ছেড়ে যাওয়ার চেয়ে ঢাকামুখী যাত্রীর সংখ্যাই বেশি।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, যেসব বাস গাবতলী ছেড়ে যাচ্ছে তার বেশির ভাগই ছিলো ফাঁকা। তবে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে যেসব বাস এখানে আসছে তার সবগুলোই ছিলো যাত্রীতে পরিপূর্ণ।
 
বাস কাউন্টারগুলোও অনেকটাই ফাঁকা। প্রতিটি কাউন্টারে সেই পুরনো হাঁকডাক, ‘টিকিট লন, টিকিট লন, ছাইড়া গেল, ছাইড়া গেল’।
 
সকাল সাড়ে ১০ টায় সাকুরা পরিবহনের একটি বাস গাবতলী থেকে ছেড়ে যেতে দেখা যায়। বাসটিতে সর্বমোট যাত্রী ছিলো ৪০ জন। এ বাসের আসন সংখ্যা ৫০টি।
 
সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার রফিক বাংলানিউজকে জানান, এখন ঢাকা থেকে যাওয়ার যাত্রীদের সংখ্যা কম। ঈদ শেষে সবাই এখন ঢাকায় ফিরছে। তাই যেসব বাস ঢাকায় আসছে সেগুলোর দিকেই নজর বেশি। ঢাকা থেকে যাত্রী কম হলেও ছেড়ে যেতে হবে, কেননা এই বাসই সময় মতো পৌঁছাতে না পারলে ফিরতি ট্রিপে লেট (দেরি) হবে।
 
এর কিছুক্ষণ পর গাবতলী কাউন্টারের বিপরীত দিকে রাস্তার উল্টোপাশে ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস এসে থামতেই যাত্রীদের নামতে দেখা যায়।
 
এ বাসের যাত্রী মোবারক হোসেন জানান, আমাদের গাড়ির সার্ভিস ছিলো লঞ্চ পারাপার। তাই ফেরিঘাটে কোনো অসুবিধা হয়নি। আমরা আরামের চলে আসছি। সকাল ৭টায় ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছে, গাবতলীতে এসে থামলো সকাল সাড়ে ১০টায়। ঈদ ছাড়া অন্যান্য দিনে যেসময় লাগে, আজও তাই লাগছে।
 
ঈদ শেষে বাড়ছে মানুষের বাড়ি থেকে ফেরার মিছিল। চিরচেনা সেই ব্যস্ততম নগরীর চেহারা ফিরে যাচ্ছে ঢাকা। কর্মমুখী মানুষের পদচারণায় মুখরিত হচ্ছে রাজধানী।
 
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।