ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কালিহাতীর ঘটনা

সব তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
সব তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সব তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে স্বরাষ্ট্রসচিবকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

 

ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার (৩০ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

এছাড়া রুলও জারি করেছেন হাইকোর্ট। রুলে পুলিশ ঘটনাস্থলে আইন মেনে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেছে কি-না তা জানতে চেয়েছেন আদালত।  
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে গত ২১ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। আবেদনে ঘটনা তদন্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সালমা আলী।   রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পরে ফাওজিয়া করিম ফিরোজ বলেন, আমরা প্রথমে ঘটনা তদন্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়েছিলাম। কিন্তু বুধবার জেলা প্রশাসকসহ অন্যদের তদন্ত রিপোর্ট আদালতে তলব এবং আইন মেনে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে কি-না তার জবাব আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়। আদালত উভয়পক্ষকে শুনে সব তদন্ত রিপোর্ট ৬০ দিনের মধ্যে চেয়ে রুল জারি করেন।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, টাঙ্গাইলের ডিসি ও এসপি, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট আটজনকে।

ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে চারজন নিহত হন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।