ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

‘ভাড়া বৃদ্ধির নামে হাজার কোটি টাকা লোপাটের সুযোগ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
‘ভাড়া বৃদ্ধির নামে হাজার কোটি টাকা লোপাটের সুযোগ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভাড়া বৃদ্ধির নামে একটি মহলকে হাজার কোটি টাকা লোপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ অভিযোগ করে সংগঠনটি।



মানববন্ধনে অভিযোগ করে বলা হয়, যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে অযৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

মানববন্ধনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, দেশের ১৬ কোটি যাত্রীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে কতিপয় মালিকের স্বার্থে ব্যয় বিশ্লেষণের নামে ভুয়া ও অযৌক্তিক ব্যয় তত্ত্বের উপর ভিত্তি করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। জনগণের পকেটকাটার এ গণবিরোধী সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে।

যাত্রীসেবার মান বৃদ্ধি, পরিবহন খাত সংস্কার, চাঁদাবাজি বন্ধসহ আধুনিক গণপরিবহন ব্যবস্থার দাবি জানানো হয় মানববন্ধনে। একইসঙ্গে যাত্রী প্রতিনিধি সমন্বয়ে সঠিক ব্যয় বিশ্লেষণ করে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এতে বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিডির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রাজীব মির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।