ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গরু-ছাগল-ভেড়ার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
গরু-ছাগল-ভেড়ার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গরু-ছাগল-ভেড়ার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এজন্য খামারিসহ গ্রামের গরিব, নিঃস্ব ও অসহায় মানুষদের গবাদিগশু পালনে আগ্রহী করে তুলতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।



বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে নিজকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি বলেন, গরু-ছাগল-ভেড়ার উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চাই। এভাবে উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানির চিন্তাভাবনা করছে সরকার। যেহেতু এ বছর কোরবানির সময় ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকার পরও পরিস্থিতি সামাল দেওয়া গেছে, তাই গরু-ছাগল-ভেড়াসহ গবাদিপশুর উৎপাদন বাড়াতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে, যাতে আর কোরবানির সময় আমদানি নির্ভর না থাকতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদর বাড়ানোর পর ভারত আবারও বাংলাদেশে গরু রপ্তানি করতে চাইলে আমাদের দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। যাতে দেশটি থেকে আর গরু আমদানি না করা হয় এজন্য প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএম/এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।