বরগুনা: র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ জনগণের সামনে তুলে ধরতে বরগুনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শেষ হয়।
এ সময় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবীবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার বিজয় বসাক, জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সভাপতি হুমায়ন কবির প্রমুখ।
মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশ নিচ্ছে। মেলা চলাকালীন উন্নয়নমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পটগান, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ