সিলেট: অবশেষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার তালিকা টাঙানো হবে নগরীর ৫১ পয়েন্টে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলরদের মতামতের পরিপ্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ এ বছরের শুরুর দিকে (ফেব্রুয়ারি মাসে) রিকশা ভাড়ার তালিকা প্রণয়নে একটি কমিটি গঠন করে। ওই কমিটি ভাড়া নির্ধারণক্রমে তা জনসম্মুখে প্রদর্শনে সিদ্ধান্ত নেয়।
তালিকায় কিলোমিটার প্রতি ১০ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকা এবং ঘণ্টা প্রতি ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের মধ্যে নগরীর বিভিন্ন পয়েন্টে এই তালিকা টাঙানো হবে।
তালিকা অনুযায়ী, কোর্ট পয়েন্ট থেকে ৩০ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে যেসব এলাকায় সেগুলো হলো- টিলাগড়, উপশহর (এ, আই, এফ, জি, এইচ, জে ব্লক), পুরান ব্রিজ হয়ে টেকনিক্যাল, নতুন ব্রিজ হয়ে কদমতলী, পুরাতন ব্রিজ হয়ে কদমতলী, গোয়াবাড়ি, কানিশাইল খেয়াঘাট, খোজারখোলা, চৌকিদেখি, লাক্কাতুরা, বাদাম বাগিচা ও সাদাটিকর।
এছাড়া কোর্ট পয়েন্ট থেকে শিবগঞ্জ, উপশহর (বি, সি, ডি, ই ব্লক), নতুন ব্লিজ, পুরান ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, পুরান ব্রিজ হয়ে রেল স্টেশন, পুরান ব্রিজ হয়ে বাবনা পয়েন্ট, কুমারপাড়া (ঝর্নারপাড়), নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর) ওসমানী মেডিকেল, শাহী ঈদগাহ, শিবগঞ্জ সোনাপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজীটুলা, লেচু বাগান, হাউজিং এস্টেট, আম্বরখানা কলবাখানী, পুরান ব্রিজ হয়ে ভার্থখলা, বাগবাড়ি ও এতিম স্কুল পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
একইভাবে কোর্ট পয়েন্ট থেকে মিরের ময়দান, মিরাবাজার, শেখঘাট, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, জল্লারপাড়, পশ্চিম কাজির বাজার, সোবহানীঘাট, চালিবন্দর, তোপখানা ও দরগাহ শাহজালাল গেট পর্যন্ত ১০ টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে।
পাশাপাশি কোর্ট পয়েন্ট থেকে ছড়ারপার, কুমারপাড়া পয়েন্ট, ভাঙ্গাটিকর, ভাতালিয়া, রিকাবীবাজার, যতরপুর, সুবিদবাজার, ঝেরঝেরিপাড়া, দর্জিবন্দ, কাজীটুলা, আম্বরখানা, মিরাবাজারের আগপাড়া, মাছিমপুর, দর্শন দেউড়ি ও রাজারগলি পর্যন্ত ১৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
আর কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ও রেল স্টেশন, আখালিয়া বিজিবি ক্যাম্প গেট ও শাবিপ্রবি ক্যাম্পাস ফটক, বরইকান্দি, সরকারি কলেজ ছাত্রাবাস, বালুচর, কুশিঘাট, শাপলাবাগ ও মিরাপাড়া পর্যন্ত ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
কোর্ট পয়েন্ট থেকে নগরীর ঘাসিটুলা বেতের বাজার, গোয়াইটুলা, পীর মহল্লা, মেন্দিবাগ ২৫ টাকা করে এবং কোর্ট পয়েন্ট থেকে লাউয়াই, বিসিক শিল্প নগরী, গোপশহর মকন দোকান, কুমারগাঁও বাস টার্মিনাল ও টুলটিকর পর্যন্ত ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এর আগে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও কিবরিয়া হত্যা মামলায় কারাগারে থাকা বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী রিকশাভাড়া নির্ধারণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বাংলানিউজকে বলেন, এ মাসেই ভাড়ার তালিকা অর্ধশত পয়েন্টে টাঙানো হবে। এতে করে জনভোগান্তি কমে আসবে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এনইউ/জেডএস