ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
ময়মনসিংহ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। তার নাম মো. জাফর (২৫)।



ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

জাফর ময়মনসিংহের নান্দাইলের ভাটিচারিয়া গ্রামের বাসিন্দা। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কারাগারের ডেপুটি জেলার ফারহানা আক্তার।

ডেপুটি জেলার জানান, গত ২৭ আগস্ট একটি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আসেন জাফর (২৫)। এরপর বুধবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে সোয়া ৫টার দিকে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।