ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় মাহিন্দ্রা-ট্রাকচালকদের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
খুলনায় মাহিন্দ্রা-ট্রাকচালকদের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ ছবি: প্রতীকী

খুলনা: খুলনায় মাহিন্দ্রা ও ট্রাকচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ সময় ২০/২৫টি ট্রাক ও মাহিন্দ্রা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।  

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহানগরীর দৌলতপুরে এ ঘটনা ঘটে।

প্রতিবাদে সকাল সাড়ে ১০টা থেকে দৌলতপুর ও রেলিগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। এতে খুলনা-যশোর মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ট্রাক ড্রাইভার রিয়াজ ও ইমরান মাহিন্দ্রায় চড়ে দৌলতপুর নেমে চালক সেলিমের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে অন্য মাহিন্দ্রা চালকরা সেখানে এসে ওই দুই ট্রাক চালককে মারধর করেন।

ঘটনার জেরে বুধবার সকালে ট্রাক ড্রাইভাররা মহানগরীর নূরনগর, বৈকালী, মানিকতলা ও রেলিগেট এলাকায় কয়েকটি মাহিন্দ্রা ভাঙচুর করেন। এ সময় দু’পক্ষের সংঘর্ষে ট্রাক চালক আশরাফুল, শ্যামল, সুরুজ, জসিম, রবি ও সোহাগ আহত হন।

পরে মাহিন্দ্রা চালকরা একত্রিত হয়ে দৌলতপুর, নতুন রাস্তার মোড়, মহসিন মোড় ও রেলিগেট এলাকায় কয়েকটি ট্রাকে হামলা চালায়। এ সময় তারা কয়েকটি ট্রাকও ভাঙচুর করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে ট্রাক চালকরা সকাল সাড়ে ১০টা থেকে  রেলিগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অপরদিকে মাহিন্দ্রা চালকরা দৌলতপুর বেবিস্ট্যান্ডে একই সড়ক অবরোধ করে রেখেছেন।
 
এ ব্যাপারে দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিম বন্দ বলেন, ট্রাকচালকরা ভাড়া কম দেওয়ায় প্রতিবাদ জানানোয় ক্ষিপ্ত হয়ে তারা ১৭টি মাহিন্দ্রা ভাঙচুর করে ও চালকদের মারধর করে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে।
 
অপরদিকে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বলেন, বিনা কারণে মাহিন্দ্রা চালকরা ১৪টি ট্রাক ভাঙচুর করে ও ১০/১২ জন চালককে মারধর করেছে।
 
বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দু’টি শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।    

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।