ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রী চাপ বেড়েছে, ফিরে যাচ্ছে খালি লঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
যাত্রী চাপ বেড়েছে, ফিরে যাচ্ছে খালি লঞ্চ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঈদ-উল আজহার ছুটি কাটিয়ে চলতি সপ্তাহের শুরু থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সদরঘাট টার্মিনালে আসা লঞ্চগুলো ছিল যাত্রী বোঝাই।

আবার যাত্রী নামিয়ে দিয়েই ফিরে যাচ্ছে কোনো কোনো লঞ্চ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর থেকেই যাত্রী ভর্তি লঞ্চ ঘাটে ভিড়তে শুরু করেছে। পারাবাত ১০, এমভি ঈগল ১, প্রিন্স হাসান-হোসেন, সুন্দরবন ৮ সহ দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো ছিল যাত্রী ভর্তি।

বরিশাল থেকে আসা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার রোমেল বলেন, বরিশাল থেকে ফিরে এলাম ক্লাস শুরু হবে বলে। আজ লঞ্চে ভিড় ছিল অনেক, ওঠার সময় কেবিন পর্যন্ত যেতেই গলদঘর্ম হতে হয়েছে। আর এখন নামতেও একেবারে কাহিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক নিয়াজ আহমেদ খান জানান, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন। গত দুই দিনের তুলনায় আজ অনেক বেশি যাত্রী এসেছে। ভোরে যাত্রীর চাপ বেশি ছিল বলেও উল্লেখ করেন তিনি।

বিআইডব্লিউটিএ'র তথ্য অনুযায়ী, সকাল দশটা পর্যন্ত সদরঘাট টার্মিনালে ৬৯টি লঞ্চ এসেছে এবং টার্মিনাল ত্যাগ করেছে ১২টি লঞ্চ। যার মধ্যে সাতটি লঞ্চ যাত্রী নামিয়ে দিয়ে খালি অবস্থাতেই টার্মিনাল ত্যাগ করেছে।

যাত্রীদের সার্বিক নিরাপত্তায় সকাল থেকেই সদরঘাটে ছিল পুলিশের উপস্থিতি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।