নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার বৈদ্যপুর এলাকায় ট্রাক্টরের চাপায় বাপ্পি (২২) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরো তিন যাত্রী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি পাশের ময়াই গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে বাপ্পির বাবার নাম এবং আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে ময়াই গ্রাম থেকে একটি ইজিবাইক চার/পাঁচজন যাত্রী নিয়ে মান্দা ফেরিঘাটে যাচ্ছিল। পথে বৈদ্যপুর এলাকায় একটি ট্রাক্টর সামনে থেকে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাপ্পি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাপ্পির মৃতদেহ উদ্ধার করে। ট্রাক্টরটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএ