মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর কানিহাটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সন্তোষ আহিয় (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শমসেরনগর সড়কের কানিহাটি এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সন্তোষ। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু হয় তার।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই