ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্প কারখানা ও এর নিরাপত্তার মানোন্নয়নে আরও দুই কোটি ২০ লাখ ডলার অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা ইউএসএআইডি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত দু’টি নতুন ঋণ নিশ্চয়তা সহায়তা চুক্তিতে সই করেছে সংস্থাটি।
এ বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সহায়তা দেশের ছোট ও মাঝারি আকারের পোশাক সরবরাহকারীদের (ব্যবসায়ী) জন্য সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদী ঋণ সহজলভ্য করে তুলবে। এর মাধ্যমে ওই সরবরাহকারীরা তাদের শ্রমিকদের সুরক্ষার্থে ও কারখানার নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ কাঠামোগত উন্নয়ন সাধন করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব তৈরি পোশাক কারখানা অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটির (দ্য অ্যালায়েন্স) সদস্য ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহ করে তাদের প্রথম চুক্তির আওতায় এক কোটি আশি লাখ ডলার পর্যন্ত ব্যাংক ঋণের নিশ্চয়তা দেওয়া হবে। আর
যে কারখানাগুলো বাংলাদেশ অ্যাকর্ড ফর ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি (দ্য অ্যাকর্ড) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা সমর্থিত বাংলাদেশ সরকারের ত্রিপক্ষীয় অ্যাকশন প্ল্যানের অংশ হয়ে কাজ করছে, তাদের দ্বিতীয় চুক্তির আওতায় চল্লিশ লাখ ডলার পর্যন্ত ব্যাংক ঋণের নিশ্চয়তা দেওয়া হবে।
১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে ছয়শ’ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। ২০১৪ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় বিশ কোটি ডলার সহায়তা দিয়েছে। ইউএসএআইডি বাংলাদেশে যেসব কর্মসূচিতে সহায়তা দেয়, সেগুলোর মধ্যে রয়েছে – গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো।
তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা ও কাজের পরিবেশ উন্নয়নেও ইউএসএআইডি প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি শ্রমিক নেতাদের ইউনিয়ন নিবন্ধনে সহায়তা দেয় এবং শ্রমিকদের তাদের অধিকার রক্ষার্থে, স্বার্থ প্রসারে এবং সমাজ ও তাদের কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সাহায্য ও দক্ষতা প্রদান করে। কর্মক্ষেত্রের সার্বিক পরিচালনা নিরাপত্তা উন্নয়নে ইউএসএআইডি কারখানার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এইচএ/