ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

জটিল রোগগ্রস্ত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জটিল রোগগ্রস্ত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান

ঢাকা: মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য ৫লাখ টাকা পর্যন্ত অনুদান দিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে মুক্তিযুদ্ধের প্রজন্মের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার একটি বিস্তারিত প্রতিবেদন কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মো. আফছারুল আমীন, নুরুন্নবী চৌধুরী এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশ নেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শিল্প, বাণিজ্যিক ও স্থাবর সম্পত্তির বিষয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বর্তমানে ১৭টি শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে কিছু প্রতিষ্ঠান চালু আছে, কয়েকটির বিরুদ্ধে মামলা আছে এবং কয়েকটি প্রতিষ্ঠান নির্মাণাধীন আছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ