ঝিনাইদহ: ঝিনাইদহে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরস্কার বিরতণের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
ঝিনাইদহ জেলা প্রসাশক মাহবুব আলম তালুকদারের সভাপত্বিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রসাশক খলিল আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকরামুল হক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, এল.জি.ই.ডি বিভাগের প্রকৌশলী রকিবুল আলম, কৃষি কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন- এন.ডি.সি বসির আহম্মেদ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
পিসি/