ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কমছে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
কমছে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি

ঢাকা: মোটর সাইকেলের বর্ধিত ৪০ শতাংশ রেজিস্ট্রেশন ফি কমানোর বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি অবহিত করা হয়েছে।



চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মোটর সাইকেল ব্যবহারকারীদের এই সুযোগ দিতে বিআরটিএ’র করা সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বর্ধিত ৪০% রেজিস্ট্রেশন ফি মওকুফ করে মোটর সাইকেল রেজিস্ট্রেশনের সুযোগ প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, মোটরযানের রেজিস্ট্রেশন ফি হ্রাস বা কমানোর ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

উল্লেখ্য, গত ২০১৪ সালে পহেলা জানুয়ারি ৪০% বৃদ্ধি করা হয় মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি। এতে বর্তমানে ৮০ সিসি মোটরসাইকেলের নিবন্ধন বাবদ মোট খরচ পড়ে ১৩ হাজার ৯১৩ টাকা। ১০০ সিসি পর্যন্ত পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৬৬৩ টাকা। আর ১০০ সিসির বেশি মোটরসাইকেল হলে নিবন্ধন করতে খরচ হয় ২১ হাজার ২৭৩ টাকা।

এর মধ্যে ডিজিটাল নম্বরপ্লেটের ফিও রয়েছে।

কমিটির সদস্যদের মতামতের প্রেক্ষিতে বিআরটিএ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছে বলে কমিটিকে অবহিত করে।

কমিটির সদস্য নাজমুল হক প্রধান বৈঠক শেষে বাংলানিউজকে বলেন, বিআরটিএ মোটর সাইকেল ফি কমানোর একটি প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি যুক্তিসংগত হারে কমানো দরকার বলে মনে করেন সদস্যরা।
 
বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ  অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি এবং বিআরটিএ’র ২০১৪-১৫ অর্থ বছরে খাতওয়ারী রাজস্ব আদায়, ২০১৫-২০১৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা এবং রাজস্ব আদায় পদ্ধতি ও রাজস্ব বৃদ্ধির ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

কমিটি বিভিন্ন সড়ক একাধিকবার মেরামত করার পরও কেন স্থায়ীভাবে টেকসই হচ্ছে না তা গভীরভাবে পর্যালোচনার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

একইসঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে কোন অনিয়ম পাওয়া গেলে অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সচিব, সেতু বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ